WIRIN: উইপ্রো ও IISc মিলে তৈরি করল ভারতের Driverless Car গাড়ি, দেশীয় প্রযুক্তিতে নতুন ইতিহাস

By: Ananda Patra

On: Friday, October 31, 2025 3:05 PM

Driverless Car
Google News
Follow Us

ভারতের প্রযুক্তি ইতিহাসে যুক্ত হল এক নতুন অধ্যায়! উইপ্রো ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc) যৌথভাবে তৈরি করেছে ভারতের প্রথম Driverless Car, যার নাম WIRIN (Wipro-IISc Research and Innovation Network)। এই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বয়ংক্রিয় গাড়িটি প্রথমবার বেঙ্গালুরুতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে, যা দেশের গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার এক অসাধারণ উদাহরণ।

দেশীয় প্রযুক্তিতে তৈরি চালকহীন বিস্ময়

২৭ অক্টোবর বেঙ্গালুরুর আর.ভি. ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে এই গাড়িটি পরীক্ষামূলকভাবে চালানো হয়। উপস্থিত ছিলেন উইপ্রোর গ্লোবাল হেড অফ অটোনোমাস সিস্টেমস রামচন্দ্র বুধিহাল, কলেজের অধ্যক্ষ কে.এন. সুব্রহ্মনিয়ম এবং রাষ্ট্রীয় শিক্ষা সমিতি ট্রাস্টের চেয়ারম্যান এমপি. শ্যাম।

চমকপ্রদ ব্যাপার হল গাড়িটির কোনও স্টিয়ারিং হুইল নেই! এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে পারে কোনদিকে যাবে, কখন বাঁক নেবে বা সামনে বাধা এলে কীভাবে প্রতিক্রিয়া জানাবে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, গাড়িটি কলেজ ক্যাম্পাসে মসৃণভাবে চলেছে যা ভারতের প্রযুক্তি বিকাশের এক গর্বের মুহূর্ত ।

 প্রযুক্তি ও গবেষণার মেলবন্ধন

WIRIN প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০১৯ সালে, অধ্যাপক উত্তরা কুমারী ও রাজা বিদ্যার নেতৃত্বে। ৬ বছরের পরিশ্রমে তাঁরা এমন একটি সিস্টেম তৈরি করেছেন যা ভারতীয় রাস্তাঘাটের কঠিন পরিস্থিতিতেও নির্বিঘ্নে চলতে পারবে।

গাড়িটি সজ্জিত আধুনিক প্রযুক্তিতে যেমন

  • Artificial Intelligence (AI)

  • Machine Learning (ML)

  • Visual Computing

  • 5G-based V2X Communication

এই প্রযুক্তিগুলির সাহায্যে গাড়িটি রাস্তার অবস্থা বুঝতে, বাধা শনাক্ত করতে ও নিরাপদ দূরত্ব বজায় রাখতে সক্ষম।

ভারতীয় পরিবেশে মানানসই ডিজাইন

গবেষক দলের মতে, ভারতের রাস্তায় গর্ত, পশু বা হঠাৎ ট্রাফিক পরিবর্তনের মতো চ্যালেঞ্জগুলিও এই গাড়ি সহজেই মোকাবিলা করতে পারে। সেন্সর ও সফটওয়্যারকে এমনভাবে কনফিগার করা হয়েছে যাতে তা বাস্তব পরিস্থিতির সঙ্গে তাৎক্ষণিকভাবে মানিয়ে নিতে পারে।

বর্তমানে দলটি ভারতীয় ভূপ্রকৃতি ও ট্রাফিক ডেটা বিশ্লেষণ করছে, যাতে ভবিষ্যতে এটি সাধারণ রাস্তায় নিরাপদে চলতে পারে।

শিল্প ও শিক্ষার একত্রীকরণ

এই প্রকল্পের মাধ্যমে উইপ্রো, IISc ও আর.ভি. কলেজ শিল্প ও শিক্ষাক্ষেত্রের এক অসাধারণ সহযোগিতার উদাহরণ তৈরি করেছে। এমজি মোটরও সম্প্রতি আর.ভি. কলেজের সঙ্গে ইলেকট্রিক ও অটোনোমাস প্রযুক্তিতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে যুক্ত হয়েছে।

ভারতের প্রযুক্তির গর্ব Driverless Car

বিশ্বজুড়ে যখন Tesla, Waymo ও Baidu-এর মতো কোম্পানিগুলি Driverless Car গাড়ির ভবিষ্যৎ তৈরি করছে, তখন ভারতের মাটিতে তৈরি WIRIN Driverless Car আমাদের আত্মনির্ভর ভারত অভিযানে এক বিশাল পদক্ষেপ।এটি প্রমাণ করেছে দেশীয় প্রযুক্তিতেই বিশ্বমানের উদ্ভাবন সম্ভব!

Disclaimer এই প্রতিবেদনে ব্যবহৃত তথ্য প্রকাশিত প্রতিবেদন ও অফিসিয়াল বিবৃতির উপর ভিত্তি করে। প্রকল্পটি এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যতে বাস্তব রাস্তায় চালু হওয়ার আগে আরও পরীক্ষা চলবে।

Also read Maruti Fronx প্রথম ছোট হাইব্রিড car নিয়ে আসছে FY27-এ, শহর চালকদের জন্য সুখবর!

Home

Related News

Royal Enfield Bullet 650:

November 30, 2025

Mahindra XEV 9S

November 28, 2025

Yamaha MT-15

November 26, 2025

OnePlus Pad Go 2

November 26, 2025

BMW F 450 GS India Launch

November 24, 2025

TVS Apache RTR 180

November 24, 2025

Leave a Comment