মোটরবাইকপ্রেমীদের জন্য বড় খবর! ভারতের জনপ্রিয় দুই চাকার নির্মাতা Hero MotoCorp আবারও তাদের অন্যতম হিট মডেল Xtreme 160R-এর নতুন সংস্করণ নিয়ে হাজির হচ্ছে। আনুষ্ঠানিক লঞ্চের আগেই 2026 Hero Xtreme 160R দেশের বিভিন্ন ডিলারশিপে পৌঁছে গেছে, যা দেখে বাইকপ্রেমীরা ইতিমধ্যেই উচ্ছ্বসিত।
নতুন ডিজাইন ও আপগ্রেডেড লুক
নতুন 2026 ভার্সনটির সবচেয়ে বড় পরিবর্তন এসেছে এর ফ্রন্ট ডিজাইন-এ। এবার এতে যোগ হয়েছে Xtreme 250R-এর মতো হেডলাইট কনসোল, যা বাইকটিকে দিয়েছে আরও আক্রমণাত্মক ও প্রিমিয়াম লুক।
Combat Edition-এ দেখা গেছে ধূসর (Grey) রঙের বডি, সাথে নতুন গ্রাফিক্স ও গোল্ড কালারের USD ফর্কস। সিঙ্গল-পিস সিট, LED টার্ন ইন্ডিকেটর, এবং LED টেললাইটসহ পুরো ডিজাইনটিই একদম স্পোর্টি ফিল দেয়।
ইঞ্জিন ও পারফরম্যান্স
যদিও বাইকের যান্ত্রিক দিক আগের মতোই রাখা হয়েছে, তবে পারফরম্যান্সে কোনো ঘাটতি নেই। এতে রয়েছে 163.2cc সিঙ্গল-সিলিন্ডার, অয়েল-কুলড ইঞ্জিন, যা উৎপন্ন করে 16.6bhp পাওয়ার ও 14.6Nm টর্ক। এর সঙ্গে থাকছে 6-স্পিড গিয়ারবক্স যা শহর ও হাইওয়ে রাইড উভয় ক্ষেত্রেই চমৎকার নিয়ন্ত্রণ দেবে।
Hero Xtreme 160R এর নতুন ফিচার ও টেকনোলজি আপগ্রেড
২০২৬ সালের মডেলটির সবচেয়ে আলোচিত ফিচার হলো Cruise Control, যা এবার প্রথমবারের মতো 160cc সেগমেন্টে যুক্ত হচ্ছে।
এছাড়াও বাইকটিতে রয়েছে
-
Ride-by-wire ইলেকট্রনিক থ্রটল সিস্টেম
-
Bluetooth ও Navigation সহ কালার LCD ডিসপ্লে ক্লাস্টার
-
রাইড মোডস
-
Dual-channel ABS
এগুলোর বেশিরভাগই আগে দেখা গিয়েছিল Xtreme 250R এবং Glamour X মডেলে, এবার তা যুক্ত হলো 160R-এও।
কনেক্টিভিটি ও সুবিধা
Hero Xtreme 160Rতে রয়েছে নতুন Bluetooth ইন্টারফেস, যার মাধ্যমে আপনি কল, মেসেজ ও ন্যাভিগেশন ডাইরেক্ট ডিসপ্লেতে দেখতে পারবেন। ডান পাশে Cruise Control সুইচ, আর বাম পাশে নতুন সুইচগিয়ার কন্ট্রোল যুক্ত করা হয়েছে LCD ক্লাস্টারের অপারেশনের জন্য।
তবে একটি বিষয় খেয়ালযোগ্যএখনও পর্যন্ত এতে Type-A USB চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, যেখানে নতুন মডেলগুলোতে (যেমন Xtreme 125R) Type-C পোর্ট দেওয়া হচ্ছে।
লঞ্চ ও সম্ভাব্য দাম
হিরো এখনও পর্যন্ত দাম ঘোষণা করেনি, তবে ধারণা করা হচ্ছে ₹1.30 লক্ষ থেকে ₹1.40 লক্ষ (এক্স-শোরুম) এর মধ্যে দাম রাখা হতে পারে। লঞ্চের পর বাইকটি প্রতিদ্বন্দ্বিতা করবে TVS Apache RTR 160 4V, Yamaha FZ-S, এবং Bajaj Pulsar N160-এর সঙ্গে।
শেষ কথা
Hero Xtreme 160R (2026) শুধু আপগ্রেড নয়, বরং হিরোর 160cc সেগমেন্টে আধিপত্য ফেরানোর কৌশল। নতুন ফিচার, আধুনিক টেকনোলজি, এবং স্মার্ট ডিজাইন একে করেছে তরুণ রাইডারদের কাছে আরও আকর্ষণীয়।
Disclaimer: এই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে নির্ভরযোগ্য অটো সোর্স, ডিলারশিপ রিপোর্ট ও মিডিয়া কাভারেজের ভিত্তিতে। কোম্পানি পরবর্তী সময়ে স্পেসিফিকেশন বা ফিচারে পরিবর্তন আনতে পারে।